আজকাল ওয়েবডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে আইএসএফ কর্মসূচি ঘিরে সোমবার উত্তাল হয় ভাঙড়। প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিল বাসন্তী হাইওয়ে। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুনের ঘটনায় রণক্ষেত্রের আকার নেয় ভাঙড়। পুলিশের পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় প্রিজন ভ্যানে। ঘটনায় আক্রান্ত হয়েছেন আট পুলিশ কর্মী ও আধিকারিক। 

ভাঙড়ের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পাঁচটি মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে জানা গেল, উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার নয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, উত্তর কাশীপুর থানা এলাকা থেকে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে চন্দনেশ্বর থেকে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সোমবার ওয়াকফ আইনের প্রতিবাদে আইএসএফ কর্মীর রামলীলা ময়দানে আসছিলেন। মিনাখাঁ, বাসন্তী, ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে দলে দলে আইএসএফ নেতা-কর্মীরা কলকাতা যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু বৈরামপুরে বাসন্তী হাইওয়েতেই তাঁদের আটকাতে ব্যবস্থা নেয় পুলিশ। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তাই এই ধরনের কোনও কর্মসূচিতে বাধা। তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি।